Taslima Nasrin: ‘মুসলমানরা ধর্মীয় উন্মাদনা নিয়ে কবে ছবি করবেন?’ ‘লক্ষ্মী ছেলে’ দেখে প্রশ্ন তসলিমার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌশিক গঙ্গোপাধ্যায় ‘লক্ষ্মী ছেলে’ দেখে মুগ্ধ সিংহভাগ দর্শক। সকলেই প্রায় ধন্য ধন্য করছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন তসলিমা নাসরিনও। ছবি দেখে ‘লক্ষ্মী ছেলে’র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করেন তাঁরা। মুসলমান কোনও পরিচালক কবে নিজের ধর্মীয় উন্মাদনা নিয়ে ছবি তৈরি করবেন, প্রশ্ন তুললেন সাহিত্যিক।
তসলিমা সোশ্যাল মিডিয়ায় কৌশিক গঙ্গোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দেন। তিনি লেখেন, “কৌশিকের নতুন ছবি এলেই প্রশ্ন জাগে, এবারের ছবিও কি তাঁর আগের ছবির মতোই ভাল? আমি বুঝি না একজন পরিচালক পরপর এত ভাল ছবি করেন কী করে? জগৎ বিখ্যাত বার্গম্যান, কুব্রিক, কুরোসাওয়া, স্করসেস, ফেলিনি, তারকোভস্কি, হিচককেরও সব ছবি ভাল হয়নি। কৌশিকের মনে হচ্ছে সব ছবিই ভাল।” প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরও প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, ছবির মূল চরিত্র কৌশিকপুত্র উজান। ছবিতে উজানের সঙ্গী আরও দু’জন – পূরব আর ঋত্বিকা। পূরবের চরিত্রের নাম শিবনাথ। আর ঋত্বিকার নাম গায়ত্রী।

[আরও পড়ুন: অনুব্রতকে নিয়ে টুইট করলেন স্বস্তিকা, কী লিখলেন অভিনেত্রী?]
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা মানে সবসময়ই অনেক কিছুর মিশেল। ‘লক্ষ্মী ছেলে’ও তার ব্যতিক্রম নয়। তবে এ ছবি অনেকটাই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সরাসরি বার্তা দেয়। বরাবরই স্বাধীনচেতা তসলিমাকেও নাড়া দিয়ে ছবির বিষয়বস্তু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে’র সঙ্গে নিজের মিল পেয়েছেন তসলিমা। লেখিকার দাবি, “আমি যেমন সারাজীবন যে কথাটি বলা উচিত সে কথাটি বলেছি, যে কাজটি করা উচিত সে কাজটি করেছি, লক্ষ্মী ছেলেটিও তাই করেছে। যেমন আমি সাত পাঁচ ভাবিনি, কী হবে না হবে ভাবিনি, লক্ষ্মী ছেলেটিও তাই। আমি মিশে যাচ্ছিলাম চরিত্রটির সঙ্গে।”

তবে সোশ্যাল মিডিয়া পোস্টের একেবারে শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তসলিমা। তিনি লেখেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা তাঁদের কুসংস্কার, ধর্মীয় উন্মাদনা আর ধর্ম ব্যবসা নিয়ে অনেক কালজয়ী ছবিই তো করলেন, মুসলমানরা কবে তাঁদের ওসব নিয়ে ছবি করবেন?” এই প্রশ্ন তোলার পরই নেটিজেনদের একাংশের বিরাগভাজনও হয়েছেন তসলিমা।

[আরও পড়ুন: পুরুষ নয়, মহিলা পছন্দ! ২৪ বছরের বিয়ে ভাঙার পর এ কী বললেন সোহেল খানের প্রাক্তন স্ত্রী!]

Source: Sangbad Pratidin

Related News
কোভিড পজিটিভ মায়ের হার্ট ব্লক, হাসপাতালে ফেলে উধাও সন্তানরা! দায়িত্ব পালন করলেন ডাক্তাররাই
কোভিড পজিটিভ মায়ের হার্ট ব্লক, হাসপাতালে ফেলে উধাও সন্তানরা! দায়িত্ব পালন করলেন ডাক্তাররাই

অভিরূপ দাস: “কু-পুত্র যদি-বা হয়, কু-মাতা কদাচ নয়।” কোভিড পজিটিভ প্রবীণার হার্ট ব্লক। তাঁকে হাসপাতালে ফেলেই উধাও হল পরিবার। অথচ চিকিৎসকদের Read more

আগামী মার্চে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল, টুর্নামেন্ট চলবে প্রায় ১ মাস
আগামী মার্চে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল, টুর্নামেন্ট চলবে প্রায় ১ মাস

আলাপন সাহা: শনিবার সন্ধেতেই আমেদাবাদ থেকে পুণে উড়িয়ে গিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সচিব জয় শাহ-সহ (Jay Shah) Read more

হারানো কেন্দ্র ফিরে পেতে ২১ সাংসদকে বিধানসভার টিকিট, কতটা কাজে লাগল BJP-র কৌশল?
হারানো কেন্দ্র ফিরে পেতে ২১ সাংসদকে বিধানসভার টিকিট, কতটা কাজে লাগল BJP-র কৌশল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট যেন সেমিফাইনাল। সেই লড়াইইয়ে যেন কোনওভাবে Read more

Ukraine-Russia War: ইউক্রেনের পাশে জার্মানি, রাশিয়ার সঙ্গে লড়তে ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা ঘোষণা বার্লিনের
Ukraine-Russia War: ইউক্রেনের পাশে জার্মানি, রাশিয়ার সঙ্গে লড়তে ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা ঘোষণা বার্লিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা কিংবা ন্যাটো সামরিক জোটের দেশগুলি ইউক্রেনে সেনা পাঠায়নি। তবুও অভাবনীয় প্রতিরোধ দেখিয়েছে ইউক্রেন (Ukraine)। দেশের Read more

জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য! গ্রেপ্তার হিন্দু কলেজের অধ্যাপক
জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য! গ্রেপ্তার হিন্দু কলেজের অধ্যাপক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পর্শকাতর জ্ঞানবাপী (Gyanvapi Mosque) মামলা নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। এর মধ্যেই জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় প্রাপ্ত ‘শিবলিঙ্গ’ Read more

ট্রেনের জানলা দিয়ে মোবাইল চুরি করার ‘শাস্তি’! চোরকে ১০ কিলোমিটার ঝুলিয়ে রাখল যাত্রীরা
ট্রেনের জানলা দিয়ে মোবাইল চুরি করার ‘শাস্তি’! চোরকে ১০ কিলোমিটার ঝুলিয়ে রাখল যাত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল বাসে-ট্রেনে পকেটমার থেকে বাঁচার সাবধানবাণী লেখা থাকে না। ডিজিটাল লেনদেনের জমানায় ছিনতাইকারীদের মূল লক্ষ্যই থাকে Read more