Primary TET: ‘TET নেবেন না, আত্মহত্যা করব’, নিয়োগ তৎপরতা শুরু হতেই পর্ষদ সভাপতিকে হুমকি উত্তীর্ণদের

স্টাফ রিপোর্টার: সারাদিন ধরে ফোন বেজে চলেছে, বিরাম নেই। ধরলেই ও প্রান্ত থেকে আব্দার- ‘স্যার প্লিজ, টেট (Primary TET) নেবেন না।’ কেউ আবার সরাসরি ফোনে মেসেজ করে মানসিক অবসাদের কথা জানিয়ে আত্মহত‌্যার হুমকি দিচ্ছেন। শনিবার সকাল থেকেই ফোনে চাকরিপ্রার্থীদের একাংশের ‘অন্যায় আব্দার’ ও হুমকি শুনতে শুনতে বিরক্তির চরমসীমায় পৌঁছে গিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল। উষ্মা প্রকাশ করে তাঁর স্পষ্ট বক্তব্য, এমন চলতে থাকলে ব‌্যাপারটা তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানাবেন। নেবেন কঠোর ব্যবস্থা। 
শিক্ষক নিয়োগের জন‌্য নতুন করে টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) নেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে পর্ষদের তরফে প্রতিটি জেলা থেকে জরুরি ভিত্তিতে পরীক্ষাকেন্দ্রের তালিকা চেয়ে পাঠানো হয়েছে, যা পরবর্তী টেট আয়োজনের ইঙ্গিতবাহী। পরবর্তী তথা নতুন প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ৯ সেপ্টেম্বর, শুক্রবার পর্ষদের নবনির্মিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটির প্রথম বৈঠক হতে চলেছে। সেখানেই পরবর্তী টেট নিয়ে আলোচনা ও তার ভিত্তিতে সিদ্ধান্ত হতে পারে। পর্ষদ সূত্রে খবর, পুজোর পরেই টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত অক্টোবর বা নভেম্বর মাসে। যা আশার আলো দেখাচ্ছে ২০১৭ সালের পরে শিক্ষক প্রশিক্ষণের কোর্স সম্পূর্ণ করা প্রার্থীদের।
[আরও পড়ুন: ‘আমরা খেলছি, আগামিদিনে আরও ভাল খেলা হবে’, দিলীপের গলায় তৃণমূলের স্লোগান]
বিষয়টি প্রকাশ্যে আসতেই শনিবার সকাল থেকে উৎপাত শুরু, গৌতমবাবুকে ফোনের বন‌্যা। “কেউ নিজেদের ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থী বলে পরিচয় দিচ্ছেন। কেউ বলছেন, স্যার শুনলাম আপনি টেট নিচ্ছেন! কেন নিচ্ছেন? আগে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন।”- জানাচ্ছেন পর্ষদ সভাপতি। কারও নিপাট আব্দার, “স্যার প্লিজ. টেট নেবেন না।” এখানেই শেষ নয়। গৌতমবাবুর দাবি, আত্মহত্যার হুমকি দিয়ে মেসেজ এসেছে তাঁর ফোনে। তাঁর কথায়, ”একটি ছেলে মেসেজ করেছে, আমি খুব মানসিক অবসাদে রয়েছি। যদি আমি আত্মহত্যা করি, তার দায় কিন্তু আপনার এবং রাজ্য সরকারের।”
প্রথমদিকে প্রায় কুড়ি-পঁচিশটি ফোন তুলে সকলকে বোঝানোর, আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন পর্ষদ সভাপতি। কিন্তু কাজ হয়নি। উলটে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অচেনা নম্বর থেকে আসা ফোন ধরা বন্ধ করে দেন। গৌতমবাবু বলেন, “মুহূর্মুহু ফোন আসছিল। প্রায় আড়াই ঘণ্টা ফোন ধরেছি পরপর। আমি ওদের বলেছি, আমায় সবার স্বার্থ দেখতে হবে। তোমাদের দিকটাও দেখব। তবু ফোন আসা থামেনি। আর অচেনা নম্বরের ফোন ধরিনি। তারপরেও সারাদিন ধরে অনবরত ফোন করে যাচ্ছে। আত্মহত্যার হুমকি দিয়ে মেসেজ আসছে।”
[আরও পড়ুন: ‘কলা চোর সিপিএম’, বর্ধমানের ভাইরাল ভিডিও লুট হওয়া ফলের দোকান সাজিয়ে দিল তৃণমূল]
জানা গিয়েছে, আত্মহত্যার হুমকি দিয়ে পর্ষদ সভাপতিকে মেসেজটি করেছেন ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থী আবিদ হাসান। ফোনে যোগাযোগ করা হলে আবিদ বলেন, “আমি এই মুহূর্তে প্রচুর মানসিক অবসাদে আছি। খবরটা শোনার পর থেকে মাথা ঘুরছে। আমাদের ব‌্যাপারে তো কিছু বলছে না! আমার উপর গোটা সংসারের দায়িত্ব। আমি ভিতর থেকে পুরো মরে গিয়েছি, ভেঙে পড়েছি। এ রকম চলতে থাকলে বাধ্য হয়ে আত্মহত্যা করতে হবে। স্যারের সঙ্গে ফোনে কথা বলতে পারিনি। বলতে পারলে হয়তো আশ্বস্ত হতে পারতাম।” আবিদের দাবি, শুধু তিনি নন, নতুন টেট-এর সংবাদে ভেঙে পড়েছেন ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের অধিকাংশই।
পর্ষদ সভাপতি যদিও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। তাঁর বক্তব্য, “এরকম মেসেজ দেওয়াটা ঠিক নয়। আর ওরা স্পষ্ট বলছে, টেট বন্ধ করুন! ওরা বললে তো টেট বন্ধ হবে না। আমায় সবার স্বার্থে কাজ করতে হবে। তাও ওরা উত্যক্ত করছে। হুমকি দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমি কঠোর হতে এবং ব্যবস্থা নিতে বাধ্য হবে। প্রশাসনকেও জানাব।”

Source: Sangbad Pratidin

Related News
সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দাসপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দাসপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সরস্বতী পুজোর (Saraswati Puja 2022) আনন্দ বদলে গেল বিষাদে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল Read more

রাজ্য়ে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ফের কোভিড বিধি লাগু কলকাতা হাই কোর্টে
রাজ্য়ে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ফের কোভিড বিধি লাগু কলকাতা হাই কোর্টে

গোবিন্দ রায়: করোনা (Corona) সংক্রমণের আশঙ্কায় আবারও করোনা বিধি লাগু হতে চলেছে কলকাতা হাই কোর্টে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি Read more

অ্যাকাউন্টে হঠাৎই ২২১ কোটি টাকা! আয়করের নোটিশ পেয়ে হতভম্ব শ্রমিক
অ্যাকাউন্টে হঠাৎই ২২১ কোটি টাকা! আয়করের নোটিশ পেয়ে হতভম্ব শ্রমিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘ না চাইতে জলের মতো উত্তর প্রদেশের এক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা। তাও আবার হাজার Read more

‘আত্মঘাতী টিম’, ফাইনালের দিন ক্রিকেট টেনে কংগ্রেসকে খোঁচা মোদির
‘আত্মঘাতী টিম’, ফাইনালের দিন ক্রিকেট টেনে কংগ্রেসকে খোঁচা মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের বিশ্বকাপের ফাইনাল দেখতে উপস্থিত থাকার কথা তাঁর। তার ঠিক আগে বিশ্বকাপ প্রসঙ্গ তুলেই কংগ্রেসকে খোঁচা Read more

কুতুব মিনারে হিন্দু ও জৈন মন্দির পুনরুদ্ধারের মামল খারিজ করল দিল্লি আদালত
কুতুব মিনারে হিন্দু ও জৈন মন্দির পুনরুদ্ধারের মামল খারিজ করল দিল্লি আদালত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুতুব মিনার চত্বরে মন্দির পুনরুদ্ধার (Temple restoration) সম্পর্কিত মামলায় স্থগিতাদেশ দিল দিল্লি কোর্ট (Delhi court)। কুতুব Read more

প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিবাহিত দাদা! রাগে ভাইপোকে অপহরণ করে ‘খুন’ যুবকের, উত্তপ্ত মন্তেশ্বর
প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিবাহিত দাদা! রাগে ভাইপোকে অপহরণ করে ‘খুন’ যুবকের, উত্তপ্ত মন্তেশ্বর

অভিষেক চৌধুরী, কালনা: বাগুইআটি কাণ্ডের (Baguiati Twin Murder) ছায়া পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে (Manteswar)। এবার স্কুল ছাত্রকে অপহরণ ও খুনের অভিযোগ Read more