ইস্টবেঙ্গল: ৪ (সুমিত পাসি ২, ক্লেইটন সিলভা ২)
মুম্বই সিটি এফসি: ৩ (বিপিন সিং, চাংটে ২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তিশালী মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডুরান্ডের (Durand Cup) প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবির জিতল ৪-৩ গোলে। জোড়া গোল করলেন সমর্থকদের ‘চক্ষুশূল’ সুমিত পাসি (Sumit Passi)। জোড়া গোল করলেন ক্লেইটন সিলভাও। তবে ইস্টবেঙ্গল জিতলেও নক-আউটের অঙ্কে কোনও বদল এল না।
এদিন ম্যাচের প্রথমার্ধটা যেন ঝড়ের মতো কাটল। দু’দলই ঝকঝকে ফুটবল খেলল। আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট ৪৫ মিনিটেই হল ৬টি গোল। তিনটি দিল ইস্টবেঙ্গল (East Bengal), আবার সেগুলি শোধ করল মুম্বই। যে সুমিত পাসিকে ইস্টবেঙ্গল সমর্থকরা এতদিন গালমন্দ করছিলেন তিনিই এদিন ইস্টবেঙ্গলের হয়ে খাতা খোলেন। প্রথম গোল আসে ১৭ মিনিটে। মিনিট পাঁচেকের মধ্যেই দ্বিতীয় গোলটিও পেয়ে যায় লাল-হলুদ শিবির। এবারে গোল করেন ক্লেইটন সিলভা ২।
[আরও পড়ুন: শিক্ষারত্ন সম্মান এবার রাজ্যের ৬১ শিক্ষককে, ১১৪১ জন কৃতী ছাত্র-ছাত্রীকেও সংবর্ধনা]
ইস্টবেঙ্গল দু’গোলে এগিয়ে যাওয়ার পরই প্রত্যাঘাত আসে মুম্বইয়ের (Mumbai City FC) তরফে। ২৭ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে দেন বিপিন সিং। কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা এদিন ছিলেন অন্য মেজাজে। ম্যাচের ৩৪ মিনিটে মুম্বইয়ের গোলরক্ষকের ভুলে সুমিত পাসি ফের গোল করেন। ফের ৩-১ গোলে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। যদিও এরপর ফের প্রত্যাঘাত আসে মুম্বইয়ের তরফে। এবারে পরপর দু’টি গোল করেন চাংটে। প্রথমার্ধ শেষ হয় ৩-৩ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুটাও সমানে সমানে লড়াই চলে। কিন্তু ইস্টবেঙ্গল অদৃষ্টে এদিন জয়ই লেখা ছিল। ম্যাচের ৮১ মিনিটে ক্লেইটনের গোল ফের এগিয়ে দেয় লাল-হলুদকে। এবার আর গোল শোধ করতে পারেনি মুম্বই।
[আরও পড়ুন: রবিবার ফের মুখোমুখি ভারত-পাক, মেগা লড়াইয়ের আগে রোহিতদের সতর্কবার্তা রিজওয়ানের]
এই মরশুমে এর আগে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ শিবির। এদিন যে তাঁরা শুধু জিতল তাই নয়, যেভাবে লড়াকু মনোভাব দেখাল সেটাও স্বস্তি দেবে ইস্টবেঙ্গল সমর্থকদের। তাছাড়া মুম্বই যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। এ হেন দলের বিরুদ্ধে এই পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে।
Source: Sangbad Pratidin