রায়গঞ্জের কালো নুনিয়া, কামাখ্যাগুড়ির ঘি, আলিপুরদুয়ারে পুজোর ভোগ খাবে ৪ লক্ষ মানুষ

রাজকুমার, আলিপুরদুয়ার: মা পরবেন বেনারস থেকে আনা বেনারসি। তাঁর ভোগের জন্য ছয় হাজার কিলো কালো নুনিয়া আতপ চাই। তাও রায়গঞ্জের। যোগ্য সঙ্গত করতে সোনামুগও সমপরিমাণ। সেই সোনামুগ ভাজার জন্য আনা হচ্ছে কামাখ্যাগুড়ির সুগন্ধী গাওয়া ঘি। রান্না হবে তিন হাজার কেজি হরেক সবজির লাবড়াও। মায়ের সেই ভোগ হাত পেতে নিতে রাতও জাগেন মানুষ। অষ্টমীতে ভোগের কুপনের সংখ্যাটা যে দু লাখ ছুঁই ছুঁই। আর সপ্তমী ও নবমীতে প্রায় এক লাখ করে। তিন লক্ষ বাঁশের খাঁচা তৈরি হচ্ছে সেই ভোগ তৈরিতে। অস্থায়ী পাকশালায় দশটি ইয়া বড় উনুন বানানো শুধু সময়ের অপেক্ষা।
আলিপুরদুয়ার শহর এমনিতে নিজস্ব ইতিহাস ঐতিহ্যের প্রতি সতত যত্নবান। উত্তরবঙ্গের এই জেলার নিজস্ব সংস্কার সংস্কৃতি নিয়ে গর্বও করেন বাসিন্দারা। গর্বে বুক আরও চওড়া হয় তাঁদের, শহরের হাটখোলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির মায়ের স্মৃতিচারণায়। যে পুজোর ভোগের জন্য কার্যত সারা বছর অপেক্ষা করে থাকেন আলিপুরদুয়ারবাসী।
[আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে আশঙ্কা, অনুব্রতর ভারচুয়াল শুনানির দাবি আসানসোল জেল কর্তৃপক্ষের]

সেই ভোগ বা খিচুড়ি মাহাত্ম্য চমৎকার। তার জন্য কালো নুনিয়া আতপ আসে সুদূর রায়গঞ্জ থেকে। এই চাল সংগ্রহের দায়িত্বে ব্রজেন সরকার। কামাখ্যাগুড়ি থেকে আসে কয়েক টিন খাঁটি গাওয়া ঘি। ভোগ দেওয়া হয় বাঁশের খাঁচায়, শালপাতায়। প্রায় সাড়ে তিন লক্ষ বাশের খাঁচা তৈরি করেন বাণেশ্বরের কয়েকজন শিল্পী। সে এক দেখার মতো ব্যাপার বটে। খিচুড়ির সোনামুগ-সহ ভোগের অন্য উপকরণ অবশ্য স্থানীয়ভাবে কেনা হয়। অষ্টমীর ভোগের চাহিদাই বেশি। কিন্তু তার জন্য দিন তিনেক আগে থেকেই খুলে যায় পাকশালা। শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। রাঁধতে শুরু করেন বীরপাড়ার সোনা ঝা’র টিম। তার জন্য এর আগেরবার ৩০ হাজার টাকা নিয়েছিলেন তিনি। দশটি উনুন জ্বলে। ছয় হাজার কিলো চাল লাগে। সমপরিমাণ ডালও। খানবিশেক লোহার খুন্তি নিয়ে চলে নাড়াচাড়া। সেও এক দেখার ব্যাপার বটে। মন্দির কমিটির সহ-সম্পাদক শ্যামল দে বলেন, “দুর্গাবাড়ির নাটমন্দির আমাদের কাছে গর্বের। আমাদের পরম্পরা, ঐতিহ্য ধরে রাখতে কোনও খামতি করব না।”
অষ্টমীতে এবার ভোগের জন্য ১ লক্ষ ৮০ হাজার কুপন দেওয়া হবে। পুজোর অন্যদিনের জন্য সেই কুপনের সংখ্যা ১ লক্ষের কিছু কম। কুপনের মূল্য ৫০, ১০০ এবং ১৫০। সেখান থেকেই ভোগের টাকা অনেকটাই উঠে আসে।” আলিপুরদুয়ার দুর্গাবাড়ি পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “এ বছরও মায়ের পরনের বেনারসি শাড়ি আসছে বেনারস থেকে। পদ্মফুল নিয়ে আসা হবে কোচবিহারের গোসানিমারি থেকে। তবে মায়ের গায়ের অলঙ্কার কেনা হবে আলিপুরদুয়ার থেকেই।” শহরের সব মণ্ডপ ঘোরার পরেও ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির মণ্ডপে একটিবার না এলে পুজো দেখায় যেন ঠিক পরিপূর্ণতা আসে না। আর ভোগ? তা না পেলে যেন বছরটাই মাটি। উৎসবও জলে।
[আরও পড়ুন: মুরগি ‘চোর’ রক পাইথন! ক্ষতিপূরণের দাবিতে সাপ কোলে বনদপ্তরে কৃষক]

Source: Sangbad Pratidin

Related News
ICC ODI World Cup 2023: ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে মাঠে সারা, নেটদুনিয়ায় জোর চর্চা 
ICC ODI World Cup 2023: ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে মাঠে সারা, নেটদুনিয়ায় জোর চর্চা 

দেবাশিস সেন: ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে পুণেতে শচীন তেণ্ডুলকর কন্যা সারা। ক্যামেরা শচীন-কন্যাকে ধরার সঙ্গে সঙ্গেই ভক্তরা চিৎকার শুরু করে দেন। Read more

বিদেশের ধাঁচে এবার কলকাতার রাস্তাতেও ট্রলি বাস, চলবে ট্রামলাইন ধরে
বিদেশের ধাঁচে এবার কলকাতার রাস্তাতেও ট্রলি বাস, চলবে ট্রামলাইন ধরে

নব্যেন্দু হাজরা: কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী সেজে উঠছে তিলোত্তমা। বদলাচ্ছে যানবাহনের ধরনও। এবার ইউরোপ, Read more

Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, কয়েকঘণ্টায় বৃষ্টিতে ভাসবে উপকূলের জেলাগুলো
Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, কয়েকঘণ্টায় বৃষ্টিতে ভাসবে উপকূলের জেলাগুলো

নিরুফা খাতুন: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিধিলিতে। ক্রমশ এটি ধেয়ে আসছে ওড়িশা ও Read more

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ আরও এক TMC নেতাকে তলব সিবিআইয়ের, শুক্রবারই হাজিরার নির্দেশ
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ আরও এক TMC নেতাকে তলব সিবিআইয়ের, শুক্রবারই হাজিরার নির্দেশ

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার। ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতি Read more

Anubrata Mandal: নাকচ জামিনের আরজি, গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত
Anubrata Mandal: নাকচ জামিনের আরজি, গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত

শেখর চন্দ্র, আসানসোল: গরু পাচার মামলায়  ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আগামী ২১ সেপ্টেম্বর ফের আসানসোলের বিশেষ সিবিআই Read more

পেনশন মেলেনি পুলিশ পরিবারে, হাই কোর্টে ‘অবাক’ হাজিরা দুই আমলার
পেনশন মেলেনি পুলিশ পরিবারে, হাই কোর্টে ‘অবাক’ হাজিরা দুই আমলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপরিবহণে চড়ার অভ্যাসে অনেক দিন আগেই ছেদ পড়েছিল। নীল বাতির গাড়িই ছিল দস্তুর। কিন্তু বিধি বাম, Read more