Saugata Roy: ‘তৃণমূলের সকলে চোর বললে পিঠে তাল পড়বে’, ফের বিরোধীদের হুমকি সৌগতর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy)। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে আরও একবার বিতর্কে জড়ালেন তিনি। এবার বিরোধীদের ‘পিঠে তাল পড়া’র হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর মন্তব্যে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়।
শুক্রবার দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সকলে চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবে বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও বলবেন না।”
[আরও পড়ুন: TET দুর্নীতি মামলা: তদন্ত করবে সিবিআই-ই, রাজ্যের আবেদন খারিজ করে রায় হাই কোর্টের]
রাজ্যের একসময়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল আপাতত জেল হেফাজতে। পার্থকে ইডি গ্রেপ্তার করে এসএসসি নিয়োগ দুর্নীতিতে। গরু পাচার মামলায় সিবিআইয়ের জালে অনুব্রত। এই দুই গ্রেপ্তারির পর বিরোধীদের বেলাগাম ভাষায় আক্রমণ করেই চলেছেন সৌগত। অন্যান্য বারের মতো এবারও সৌগত রায়ের এমন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীরা তাঁর মন্তব্যের সমালোচনায় সরব। তৃণমূলের বর্ষীয়ান সাংসদকে ফের একহাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তাঁর পালটা আক্রমণ, “আপনাদের নেতারা যখন টাকা নিচ্ছেন তখন আপনাদের ছেলেরা রেগে যায় না। এই রাগ বেশিদিন থাকবে না। সাধারণ মানুষ নামিয়ে দেবে। এসব এ বয়সে শোভা পায় না। তাই যা তা কথা বলবেন না।” সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও সমালোচনার সুর। তিনি বলেন, “উনি (সৌগত রায়) যেটা বলেছেন একদিকে ঠিক। সত্যিই সকলে তো চোর নয়। এমন অনেক তৃণমূল কর্মী-সমর্থক রয়েছেন যাঁরা টাকা নেননি। তাঁরা এখন লজ্জিত হচ্ছেন। তবে কিছু রাঘব বোয়াল যে টাকা চুরি করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।”
এদিকে, তৃণমূল সাংসদ শান্তনু সেন দলেরই বর্ষীয়ান সাংসদের কথা প্রসঙ্গে একটি বাক্যও খরচ করেননি। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “সিবিআই, ইডি আছে বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি নেতারা। জগাই, গদাই, মাধাই যতই একসঙ্গে কুৎসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের মন থেকে সরাতে পারবেন না।”
[আরও পড়ুন: ৯ সেপ্টেম্বর মঙ্গলকোট মামলার রায়দান, ভাগ্য নির্ধারিত হবে অনুব্রতরও]

Source: Sangbad Pratidin

Related News
মুজফ্ফরনগরের ছায়া বিহারে, সরকারি হোমের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
মুজফ্ফরনগরের ছায়া বিহারে, সরকারি হোমের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাদের উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল একটি হোমের প্রধানের বিরুদ্ধে। বিহারের (Bihar) ওই সরকারি হোমের প্রধানের Read more

আলওয়ার গণপিটুনিতে ৪ অভিযুক্তের জেল, চার বছর পর বিচার পেল সংখ্যালঘু পরিবার
আলওয়ার গণপিটুনিতে ৪ অভিযুক্তের জেল, চার বছর পর বিচার পেল সংখ্যালঘু পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুপাচারের ‘অপরাধে’ এক কৃষককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। তাদের মধ্যে চারজনকে সাত বছরের Read more

‘প্রবীণদের প্রয়োজন, তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার’, সোজাসাপ্টা অভিষেক
‘প্রবীণদের প্রয়োজন, তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার’, সোজাসাপ্টা অভিষেক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের প্রবীণ সদস্যদের নিয়ে এবার সোজাসাপ্টা নিজের মতপ্রকাশ করে ফেললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় Read more

আর যেন রক্তাক্ত না হয় দেশ, গালওয়ান সংঘাতের বর্ষপূর্তিতে বৈঠকে সেনা
আর যেন রক্তাক্ত না হয় দেশ, গালওয়ান সংঘাতের বর্ষপূর্তিতে বৈঠকে সেনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালওয়ান সংঘাতের বর্ষপূর্তিতে বৈঠকে বসতে চলেছেন সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। আগেভাগেই সীমান্তে শত্রুর আঘাত রুখে দিয়ে পালটা Read more

কেরলে ঢুকল বর্ষা, আরব সাগরে ঘনীভূত ‘বিপর্যয়’, বাংলার ভাগ্যে কী?
কেরলে ঢুকল বর্ষা, আরব সাগরে ঘনীভূত ‘বিপর্যয়’, বাংলার ভাগ্যে কী?

নিরুফা খাতুন: ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকল বর্ষা (Monsoon)। নির্ধারিত সময় ১ জুন থেকে সাতদিন পর ৮ জুন কেরলের মাটি Read more

‘সিবিআইয়ের প্ল্যান হতে পারে’, ভাঙড়ে নথি পোড়ানোর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
‘সিবিআইয়ের প্ল্যান হতে পারে’, ভাঙড়ে নথি পোড়ানোর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ের আন্দুলগোড়ি এলাকায় সরকারি নথি পোড়ার নেপথ্যে সিবিআইয়ের চক্রান্ত থাকতে পারে। আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী Read more