নিরাপত্তা নিয়ে আশঙ্কা, অনুব্রতর ভারচুয়াল শুনানির দাবি আসানসোল জেল কর্তৃপক্ষের

শেখর চন্দ্র, আসানসোল: গরু পাচার কাণ্ডে জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) নিরাপত্তা নিয়ে আশঙ্কা। ভারচুয়ালি দাপুটে তৃণমূল নেতার শুনানির আবেদন। এই মর্মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে চিঠি পাঠালেন আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী।
জেল সুপারের দাবি, আগামী শুনানিতে ভিডিও কনফারেন্সিং অর্থাৎ ভারচুয়ালি হাজিরা দিক অনুব্রত। সশরীরে তাঁকে শুনানিতে আদালতে হাজিরার ক্ষেত্রে অযথা বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা করছেন আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার। উল্লেখ্য, এর আগে অনুব্রতকে বেশ কয়েকবার আদালতে পেশ করা হয়েছে। আঁটসাঁট নিরাপত্তার চাদরে আদালতে মুড়ে ফেলা হয়েছে ঠিকই। তবে তা সত্ত্বেও বারবার তাঁকে লক্ষ্য করে ‘গরু চোর’ স্লোগান শোনা গিয়েছে। সেই বিশৃঙ্খলা যাতে আর না হয়, সে কারণেই জেল সুপার অনুব্রতর ভারচুয়াল শুনানির দাবি জানিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: বিস্ফোরণে রক্তাক্ত আফগানিস্তান, তালিবানপন্থী ধর্মগুরু-সহ নিহত অন্তত ১৮]
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও ভারচুয়ালে আদালতে পেশ করা হয়। যদিও ভারচুয়াল হাজিরায় আপত্তি জানান পার্থ ও অর্পিতার আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছিলেন, ভারচুয়ালি হাজিরা মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। পরেরবার যাতে মক্কেলকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, বিচারকের কাছে সেই দাবি জানিয়েছিলেন অর্পিতার আইনজীবী। যদিও নিরাপত্তার স্বার্থে সেই দাবি আদালতে খারিজ হয়ে যায়। আগামী ১৪ সেপ্টেম্বর ফের ভারচুয়ালি আদালতে পেশ করা হবে ‘অপা’কে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। তাঁর প্রয়াত স্ত্রী এবং মেয়ের নামে  এখনও পর্যন্ত বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের নজরে বোলপুরের অন্তত ১০টি রাইস মিল। এর মধ্যে দু’টি রাইস মিলে তল্লাশিও চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা। 
[আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা, পরিবর্তের নাম ঘোষণা করল BCCI]

Source: Sangbad Pratidin

Related News
ফিল্মি কেরিয়ার ভাঁড়ে মা ভবানী! ‘তেজস’ মুখ থুবড়ে পড়তেই কঙ্গনার প্রচারের অস্ত্র মোদি
ফিল্মি কেরিয়ার ভাঁড়ে মা ভবানী! ‘তেজস’ মুখ থুবড়ে পড়তেই কঙ্গনার প্রচারের অস্ত্র মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও ফেরেনি কপাল! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা। লাগাতার ফ্লপের ঠেলায় Read more

যৌন হেনস্তায় বাধা, নাবালিকার মুখে অ্যাসিড ঢেলে গলা কাটল অভিযুক্ত
যৌন হেনস্তায় বাধা, নাবালিকার মুখে অ্যাসিড ঢেলে গলা কাটল অভিযুক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তায় বাধা দিয়েছিল নাবালিকা। সেই রাগে নাবালিকার মুখে অ্যাসিড ঢেলে গলা কেটে দেওয়ার অভিযোগ উঠল Read more

মেয়ে কোলেই সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ডিগ্রি গ্রহণ মায়ের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা
মেয়ে কোলেই সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ডিগ্রি গ্রহণ মায়ের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হওয়া মুখের কথা না! তার উপর এই তরুণী যখন একটু একটু করে মা হয়ে উঠছিলেন, Read more

Arpita Mukherjee: টালিগঞ্জকে টেক্কা বেলঘরিয়ার, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার প্রায় ২৮ কোটি, মিলল তাল তাল সোনা
Arpita Mukherjee: টালিগঞ্জকে টেক্কা বেলঘরিয়ার, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার প্রায় ২৮ কোটি, মিলল তাল তাল সোনা

অর্ণব দাস: টাকার পরিমাণে টালিগঞ্জকে টেক্কা বেলঘরিয়ার। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার অভিজাত আবাসন থেকে উদ্ধার ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। Read more

কর্ণাটকে পিছিয়ে বিজেপি, প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগারের পথে কংগ্রেস
কর্ণাটকে পিছিয়ে বিজেপি, প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগারের পথে কংগ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে চলছে জোর ভোটের লড়াই। আজ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগার ছুঁতে চলেছে কংগ্রেস। অনেকটাই Read more

যেন সাক্ষাৎ ধন্বন্তরী! বিধানচন্দ্র রায়ের জন্মদিনেই দেশজুড়ে পালিত হয় ‘ডক্টরস ডে’
যেন সাক্ষাৎ ধন্বন্তরী! বিধানচন্দ্র রায়ের জন্মদিনেই দেশজুড়ে পালিত হয় ‘ডক্টরস ডে’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসকদের সাক্ষাৎ ঈশ্বরের বরপুত্র বলে মনে করেন বহু মানুষ। মরণাপন্ন মানুষকে জীবন ফিরিয়ে দেন তাঁরা। মানুষের Read more