মুরগি ‘চোর’ রক পাইথন! ক্ষতিপূরণের দাবিতে সাপ কোলে বনদপ্তরে কৃষক

সুমিত বিশ্বাস, মানবাজার: বাড়ি থেকে একের পর এক ‘চুরি’ হয়ে যাচ্ছিল মুরগি। অবশেষে প্রান্তিক কৃষকের বাড়িতে ধরা পড়ল ‘চোর’। একের পর এক মুরগি খেয়ে নেওয়ার ক্ষোভ সামলে হাতে ধরে, কোলে তুলে ১০ ফুটের রক পাইথনকে নিয়ে হাজির বনদপ্তরে। সটান কার্যালয়ে ঢুকে ক্ষতিপূরণের দাবি!
শুক্রবার কার্যত এই নজিরবিহীন ঘটনায় স্তম্ভিত বান্দোয়ান ১ বনাঞ্চল কর্তৃপক্ষ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ বান্দোয়ান ১ রেঞ্জ কার্যালয়ে একটি ময়াল সাপকে কোলে নিয়ে হাজির হন এক বৃদ্ধ। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে এক এক করে তার বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল মুরগি। মোট ১০টি মুরগি নিখোঁজের পর এদিন ধরা পড়ে ওই অজগর। দপ্তরের কাছে তিনি ওই সব মুরগির ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। কিন্তু প্রচণ্ড ক্ষোভেও ওই অজগরটিকে কোনওরকম আঘাত করেননি। বনদপ্তরের কথায়, এটা ধারাবাহিক সচেতনতা প্রচারের সুফল।
মুরগি ‘চোর’ রক পাইথন হাতে বৃদ্ধ। ছবি: অমিতলাল সিং দেও।
[আরও পড়ুন: ‘দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না’, ইডি দপ্তর থেকে বেরিয়ে তোপ অভিষেকের]
বন্যপ্রাণ সংরক্ষণ শ্রেণিতে রক পাইথন এক নম্বরে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বছর ৬০-র ওই বৃদ্ধের নাম চন্দন মুর্মু। বাড়ি কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ান ১ বনাঞ্চলের কেন্দাপাড়া গ্রামে। এদিন তিনি জানান, “রোজ রোজ মুরগি নিখোঁজের পর ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি একজন প্রান্তিক কৃষক। চাষবাসের পাশাপাশি বাড়িতে কিছু হাঁস, মুরগিও রয়েছে। এদিন সকালে বাড়ি থেকে বার হওয়ার সময় দেখি একটি বিশালাকার অজগর সাপ। ফলে আর বুঝতে অসুবিধা হয়নি ‘মুরগি চোর’ কে?” সঙ্গে সঙ্গে ওই বন্যপ্রাণকে হাতে ধরে, কোলে তুলে চার কিমি পায়ে হেঁটে ক্ষতিপূরণের জন্য রেঞ্জ অফিসে যান। পরে তিনি বলেন, “বনদপ্তর থেকে আশ্বাস পেয়েছি ক্ষতিপূরণের। একটি ফর্ম দেওয়া হয়েছে। তা পূরণ করে জমা করতে বলা হয়েছে।”
ক্ষতিপূরণের দাবিতে সাপ কোলে বনদপ্তরে কৃষক। ছবি: অমিতলাল সিং দেও।
বান্দোয়ান ১ রেঞ্জ কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া ওই রক পাইথনটি লম্বায় ১০ ফুট। ওজন প্রায় ১৫ কেজি। ওই কৃষকের কাছ থেকে উদ্ধার করে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বান্দোয়ান ১ রেঞ্জের আধিকারিক বিনয় মাহাতো বলেন,”ওই বৃদ্ধের প্রশংসা না করে পারছি না। কারণ ওই প্রান্তিক কৃষকের একের পর এক মুরগি খেয়ে ফেলার পরেও সাপটিকে বিন্দুমাত্র আঘাত না করে যেভাবে উদ্ধার করে কোলে তুলে চার কিমি পথ পেরিয়ে কার্যালয়ে পৌঁছে দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়।”
তার এই কাজে বহু মানুষ বন্যপ্রাণ বিষয়ে সচেতন হবে বলে মনে মনে করছেন কংসাবতী দক্ষিণ বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সাধারণত কোন বন্যপ্রাণ ক্ষতি করলে তার ওপর ক্রোধ জন্মে যায়। কিন্তু ওই প্রান্তিক কৃষক বন্যপ্রাণকে ভালবেসে আমাদের কাছে নিয়ে এসেছেন। উনি বুঝেছেন পরিবেশের ভারসাম্যের কারণে ওই অজগরটিকে বাঁচিয়ে রাখা উচিত। ওই কৃষককে আমরা কীভাবে সম্মাননা প্রদান করতে পারি সেই বিষয়টি দপ্তর দেখছে।”
[আরও পড়ুন: ‘গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব’, সৌগতর ‘জুতোপেটা’ মন্তব্যে তীব্র আক্রমণ দিলীপের]

Source: Sangbad Pratidin

Related News
Arpita Mukherjee: সশরীরে আদালতে অর্পিতা, ‘টাকা কার?’, জবাবে কী বললেন পার্থ ‘ঘনিষ্ঠ’?
Arpita Mukherjee: সশরীরে আদালতে অর্পিতা, ‘টাকা কার?’, জবাবে কী বললেন পার্থ ‘ঘনিষ্ঠ’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ন’মাসেরও বেশি সময় পর সশরীরে আদালতে হাজিরা পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। জামিনের আবেদনের শুনানিতে Read more

নাতি কবীরকে নিয়ে কাঁসর বাজালেন রঞ্জিত, পুজোর কাজে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল
নাতি কবীরকে নিয়ে কাঁসর বাজালেন রঞ্জিত, পুজোর কাজে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিলোত্তমার অভিজাত পরিবারের পুজোগুলির মধ্যে মল্লিক বাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের এই মল্লিক বাড়ির (Bhawanipur Read more

আইপিএল বেটিংয়ে সর্বস্বান্ত হয়ে আত্মঘাতী যুবক! উদ্ধার সুইসাইড নোটও
আইপিএল বেটিংয়ে সর্বস্বান্ত হয়ে আত্মঘাতী যুবক! উদ্ধার সুইসাইড নোটও

দিব্যেন্দু মজুমদার, হুগলি: আইপিএল (IPL) বেটিং চক্রে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী হলেন এক যুবক। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে গুজরাট টাইটানস Read more

মেডিক্যাল পড়া অসমাপ্ত রেখে ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ কী? সংসদে প্রশ্ন তুলবে TMC
মেডিক্যাল পড়া অসমাপ্ত রেখে ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ কী? সংসদে প্রশ্ন তুলবে TMC

স্টাফ রিপোর্টার: ইউক্রেন (Ukraine) ফেরত ভারতীয় ছাত্রদের নিয়ে উদ্বিগ্ন তৃণমূল। সংসদে এই ইস্যুতে সরব হবে দল। তৃণমূলের (TMC) বক্তব্য, যুদ্ধবিদ্ধস্ত Read more

‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা! ‘মির্জা’র টিজারে লুক পালটে চমক অঙ্কুশের
‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা! ‘মির্জা’র টিজারে লুক পালটে চমক অঙ্কুশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উসকো খুশকো চুল। চোখে চশমা। মুখে ধোঁয়া ওঠা সিগারেট। নিজের প্রযোজনায় এভাবেই ‘মির্জা’ (Mirza) হয়ে উঠলেন Read more

ভারত-চিনকে একসঙ্গে মহড়ায় ডাক পুতিনের, আমেরিকাকে পালটা দিতে নয়া উদ্যোগ রাশিয়ার
ভারত-চিনকে একসঙ্গে মহড়ায় ডাক পুতিনের, আমেরিকাকে পালটা দিতে নয়া উদ্যোগ রাশিয়ার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এহেন পরিস্থিতিতে দুই বন্ধুর Read more