হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী! নায়ক কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে এবারে আক্ষরিক অর্থে বলিউডে কাজ করতে চলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty )। হিন্দি ওয়েব সিরিজে নাকি অভিনয় করতে চলেছেন তিনি। বিপরীতে নায়ক হিসেবে যেমন আলি ফজলের (Ali Fazal) নাম শোনা যাচ্ছে তেমনই টলিউডের এক জনপ্রিয় অভিনেতার নাম উঠে আসছে। 

উল্লেখ্য, এর আগে স্বস্তিকা মুখোপাধ‌্যায়, পাওলি দাম ও রাইমা সেন হিন্দি সিনেমা-সিরিজে কাজ করেছেন। অন‌্যদিকে নায়কদের মধ্যে যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ‌্যায়, পরমব্রত চট্টোপাধ‌্যায়, টোটা রায়চৌধুরী, রাজেশ শর্মা প্রচুর কাজ করে ফেলেছেন হিন্দিতে।  কিছুদিন আগে আবির চট্টোপাধ‌্যায়ও ন‌্যাশনাল প্ল‌্যাটফর্মে কাজ করেছেন। রাজ চক্রবর্তীর বলিউড ডেবিউর খবরও শোনা গিয়েছে। মিমি চক্রবর্তী যদিও এর আগে ‘পোস্ত’-র হিন্দি রিমেকে অভিনয় করেছেন, সে ছবি মুক্তির অপেক্ষায়। তবে এই প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে প্রধান চরিত্রে কাজ করার প্রস্তাব গিয়েছে তাঁর কাছে।
[আরও পড়ুন: ‘বাংলাদেশে প্রচুর চাপ, ভারতে একটানা থেকে কাজ করা সম্ভব নয়!’ অকপট চঞ্চল চৌধুরী]
শোনা যাচ্ছে ‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনায় কাজ করবেন মিমি। এখন প্রশ্ন মিমির নায়ক কে হবেন? সূত্রের খবর আলি ফজলের সঙ্গে একধাপ কথা এগিয়েছে। তবে তার চেয়েও ইন্টারেস্টিং বিষয় হল– বাংলা ছবির ইন্টেলেকচুয়াল এবং জনপ্রিয় এক অভিনেতাকে দেখা যাবে মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। তিনি নাট‌্যজগৎ থেকে এসে সিনেমায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অল্প দিনেই। এবং বাংলার সমস্ত প্রতিষ্ঠিত পরিচালকের পছন্দের অভিনেতার তালিকায় তিনি রয়েছেন। তিনি হলেন–অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে অনির্বাণই ছবির আরেক নায়ক। প্রসঙ্গত, অনির্বাণ এর আগে ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে কাজ করেছেন। যে হিন্দি ছবিটি এখনও মুক্তি পায়নি। মিমি চক্রবর্তী আর অনির্বাণ ভট্টাচার্য এর আগেও একসঙ্গে কাজ করেছেন। বাংলায় সাফল্য পেয়েছে দু’জনের ‘ড্রাকুলা স‌্যার’। এখন দেখার এই হিন্দি সিরিজে কাজের জন‌্য অনির্বাণ সম্মতি দেন কি না। সেক্ষেত্রে তাঁরও প্রথম হিন্দি সিরিজের কাজ হবে এটি।
এ বিষয়ে জানতে মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। অভিনেত্রী-সাংসদ কোনও মন্তব‌্য করতে চাননি। অনির্বাণ ভট্টাচার্যর মুখেও কুলুপ। তবে শোনা যাচ্ছে প্রস্তাব ইতিমধ্যেই নায়কের কাছে গিয়েছে। তাই হিন্দি ওয়েব সিরিদে মিমির নায়ক কে হচ্ছেন? সেই উত্তর খুব শিগগিরিই পাওয়া যাবে। 
[আরও পড়ুন: সলমনের বিগ বসে নুসরত জাহান! জোর গুঞ্জন টলিউডে]

Source: Sangbad Pratidin

Related News
Madan Mitra: ‘চ্যাপ্টার ক্লোজড’, পার্থ চট্টোপাধ্যায়ের ফোনের পর বিতর্কে ইতি টানলেন মদন মিত্র
Madan Mitra: ‘চ্যাপ্টার ক্লোজড’, পার্থ চট্টোপাধ্যায়ের ফোনের পর বিতর্কে ইতি টানলেন মদন মিত্র

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একের পর এক ফেসবুক লাইভ। আর সেখানে একের পর এক বিতর্কিত মন্তব্য। মদন মিত্রের হালচাল ঘিরে ক্রমশ জলঘোলা Read more

পোলার্ডদের বিরুদ্ধে ইডেনে শেষ ম্যাচে নেই বিরাট! কারণ ঘিরে ধোঁয়াশা
পোলার্ডদের বিরুদ্ধে ইডেনে শেষ ম্যাচে নেই বিরাট! কারণ ঘিরে ধোঁয়াশা

আলাপন সাহা: ইডেনে রবিবার দর্শক ফিরছে। কিন্তু বিরাট কোহলি খুব সম্ভবত সিরিজের শেষ ম্যাচে থাকছেন না। শুনতে অবাক লাগবে, কিন্তু Read more

ধর্ম বদলে অরাজি, অন্তঃসত্ত্বা লিভ-ইন সঙ্গীকে ওষুধ খাইয়ে খুন মুসলিম যুবকের
ধর্ম বদলে অরাজি, অন্তঃসত্ত্বা লিভ-ইন সঙ্গীকে ওষুধ খাইয়ে খুন মুসলিম যুবকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্ধবীকে জোর করে ধর্মান্তরণ করতে চেয়েছিল যুবক। রাজি না হওয়ায় গর্ভপাতের ওষুধ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে Read more

গ্রহণযোগ্যতা বাড়ছে, রাহুলই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন, মন্তব্য পওয়ারের
গ্রহণযোগ্যতা বাড়ছে, রাহুলই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন, মন্তব্য পওয়ারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এই ভাষাতেই কংগ্রেস নেতাকে ঢালাও সার্টিফিকেট Read more

এক ইনিংসে গুচ্ছ রেকর্ড, বাংলাদেশ বধের ম্যাচে কী কী নজির গড়েলন বিরাট
এক ইনিংসে গুচ্ছ রেকর্ড, বাংলাদেশ বধের ম্যাচে কী কী নজির গড়েলন বিরাট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট (Virat Kohli) সেঞ্চুরি কোহলির। একই ইনিংসে রেকর্ডের ফুলঝুরি গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। Read more

মর্মান্তিক! ইটালির বৃদ্ধাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৬, আহত বহু
মর্মান্তিক! ইটালির বৃদ্ধাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৬, আহত বহু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালির মিলানে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে শহরের এক বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। Read more