ভোটে কারচুপি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা মায়ানমারের নেত্রী সু কি’র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে দুর্নীতির অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হল আং সান সু কি’কে (Aung San Suu Kyi)। সেনা শাসিত মায়ানারের (Myanmar) একটি আদালত এই রায় দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে একথা জানা গিয়েছে। এর আগে গত আগস্টে ৪টি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নোবেলজয়ী নেত্রী। তাঁকে ছ’বছরের সাজা শোনানো হয়। তারও আগে গত এপ্রিলে এগারোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি আচমকাই মায়ানমারের (Myanmar) ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পতন হয় নির্বাচিত সরকারের। তারপর থেকেই সেনার নির্দেশে বন্দি মায়ানমারের নেত্রী আং সান সু কি (Aung San Suu Kyi)। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। আর্থিক দুর্নীতি, ভোটে কারচুপি এমনকী ভোটপ্রচারে করোনাবিধি ভাঙারও অভিযোগ রয়েছে নোবেল প্রাপক এই নেত্রীর বিরুদ্ধে।
[আরও পড়ুন: কলা চোর সিপিএম! বর্ধমানে আইন অমান্য আন্দোলনে সিপিএমের দোকান লুট নিয়ে মিমের বন্যা]
মায়ানমারে সেনার হাতে গণতন্ত্র ভূলুণ্ঠিত হওয়ায় গোটা বিশ্বজুড়েই বয়ে যায় নিন্দার ঝড়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর বিবৃতিতে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবৎ করার হুমকি দেন। উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সু কি’কে মুক্তি দেওয়ার দাবি জানায় ভারত, ব্রিটেন-সহ একাধিক দেশ। মায়ানমার জুড়ে শুরু হয় সেনার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রদর্শন। সংঘর্ষে দেশের বহু স্থান কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কিন্তু মুক্তি পাননি সু কি।
ক্যু-এর প্রায় চার মাস পর গত বছরের মে মাসে প্রথমবার তাঁকে আদালতে তোলা হয়। সেখান থেকে আইনজীবীর মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। ২০২০ সালে বিরোধীদের পরাজিত করে ক্ষমতা দখল করে সু কি’র দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ (NLD)। মায়ানমার সংসদের নিম্নকক্ষের ৪২৫টি আসনের মধ্যে ৩৪৬টিতে জয়ী হয় তারা। কিন্তু, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে বিগত দিনে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সু কি সরকারের। তারপর সেনা অভ্যুত্থান পালটে দেয় গোটা চিত্র। মায়ানমারের শাসকদল ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টি’র মুখপাত্র মায়ও নায়ান্ট জানিয়েছিলেন আচমকা কাউন্সিলর সু কি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করেছে সেনাবাহিনী।
[আরও পড়ুন: মুক্তিযুদ্ধে জেলে মোদি! কোনও তথ্যই নেই, জানাল খোদ প্রধানমন্ত্রীর দপ্তর]

Source: Sangbad Pratidin

Related News
নেতাজির মূর্তির রং নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য! বির্তকে শিল্পী
নেতাজির মূর্তির রং নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য! বির্তকে শিল্পী

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: প্রায় ২৫-৩০ জন ভাস্কর ও গ্রানাইট শিল্পীর তত্ত্বাবধানে নেতাজির মূর্তি তৈরি হতে লাগবে আট মাস সময়। স্বাধীনতা Read more

যুদ্ধবিমানের কোন সুইচ টিপলে ছোটে মিসাইল, দেখাবে নিউটাউনের এয়ারক্র্যাফট মিউজিয়াম
যুদ্ধবিমানের কোন সুইচ টিপলে ছোটে মিসাইল, দেখাবে নিউটাউনের এয়ারক্র্যাফট মিউজিয়াম

কৃষ্ণকুমার দাস: যুদ্ধবিমানের কোন সুইচ টিপলে ডানার নিচে থাকা মিসাইল ছুটে যায় টার্গেটের দিকে? কীভাবে একসঙ্গে ১২টি বোমা আকাশ থেকে Read more

মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগে ‘দুর্নীতি’, ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ হাই কোর্টের
মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগে ‘দুর্নীতি’, ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ হাই কোর্টের

রাহুল রায়: স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক টেটের পর মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। উত্তরপত্র বিকৃত করার অভিযোগে কলকাতা Read more

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর, জেলাশাসকদের নির্দেশ নবান্নের
‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর, জেলাশাসকদের নির্দেশ নবান্নের

গৌতম ব্রহ্ম: পঞ্চায়েত ভোটের আগে নাগরিক পরিষেবা প্রদানে আরও এক প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ‘দিদিকে Read more

প্রয়াত মোদির নিরাপত্তা কনভয় SPG-র প্রধান, বয়স হয়েছিল ৬১ বছর
প্রয়াত মোদির নিরাপত্তা কনভয় SPG-র প্রধান, বয়স হয়েছিল ৬১ বছর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নিরাপত্তা কনভয় SPG-র প্রধান অরুণ কুমার সিনহা (Arun Kumar Read more

জিএসটি আদায়ে নজির, রাজ্যগুলি থেকে একমাসে বিপুল আয় কেন্দ্রের
জিএসটি আদায়ে নজির, রাজ্যগুলি থেকে একমাসে বিপুল আয় কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক মাসে রেকর্ড পরিমাণ জিএসটি (GST) জমা পড়েছে কেন্দ্রের কাছে। সোমবার বিবৃতি জারি করে এই Read more