রেড রোডের বর্ণাঢ্য অনুষ্ঠানের সমালোচনায় বিরোধীরা, কবিতা লিখলেন শুভেন্দু, পালটা দিলেন শান্তনু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগাম শারদোৎসবের (Durga Puja) সূচনায় রঙিন মহানগর। কলকাতার (Kolkata) রাজপথে সে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। যার সর্বাগ্রে হাঁটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তর কলকাতা থেকে সেই মিছিল এল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে। সেখানে অনুষ্ঠানের আয়োজনে চমক। কেউ বাউল, কেউ ছৌ, কেউ নানা সাজে সেজে বিদেশি অতিথিদের সামনে তুলে ধরলেন নিজেদের সংস্কৃতিকে। বিস্মিত অতিথিরা চোখ সরাতেই পারলেন না অনুষ্ঠান থেকে। মঞ্চ এবং মঞ্চের বাইরে আলো কেড়ে নিলেন সেলিব্রিটিরা। এভাবেই আগাম দুর্গাপুজোর সূচনা হয়ে গেল বঙ্গে। উপলক্ষ একটাই। এবছর বাঙালির সেরা উৎসব ‘কালচারাল হেরিটেজ’ তকমা পেয়েছে ইউনেস্কোর তরফে। তাই তাঁদের সামনে রেখেই সেলিব্রেশনের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: বহু বছরের গবেষণার ফলে দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেস্কোর, নেপথ্যে এই গবেষক]

কিন্তু রেড রোডের এই অনুষ্ঠানেও লাগল রাজনীতির রং। বিরোধীরা এর সমালোচনায় মুখর। মুখ্যমন্ত্রীর এহেন কর্মকাণ্ডকে দুর্নীতি ধামাচাপা দেওয়ার পন্থা হিসেবে চিহ্নিত করছেন অনেকে। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)তো কবিতাই লিখে ফেললেন। যার মূল বক্তব্য যেখানে এসএসসি আন্দোলনকারীরা দিনের পর দিন রাজপথে ধরনা দিচ্ছেন প্রাপ্য আদায়ের দাবিতে, সেখানে এই উৎসব বড়ই বেমানান। আমজনতা তা মেনে নেবে না।

রাজ্য সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছেন সিপিএমের (CPM)রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Selim)। সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য, ”উনি নিজে হেঁটে প্রচারের আলো কাড়বেন বলে এই উদ্যোগ নিয়েছেন। উনি হাঁটলেন আর রাস্তা বন্ধ হল। সাধারণ নাগরিকদের অসুবিধায় পড়তে হল। তাতে কী? নিজে যা চাইবেন, তাই তো হবে। এভাবে টাকা নয়ছয় হল।” তবে বিরোধীদের সমালোচনার জবাবও দিয়েছেন তৃণমূলের (TMC)রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর দাবি, ”এমন ঘটনায় রাজনীতিকরণের কী আছে? আমাদের দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এটা কত বড় প্রাপ্তি! সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই মুখ্যমন্ত্রীর এই আয়োজন। আসলে ওরা রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তাই এসবের সমালোচনায় উঠেপড়ে লেগেছে।” রাজনৈতিক সমালোচনা যতই হোক, রেড রোডের আজকের বর্ণময় অনুষ্ঠান কিন্তু যথেষ্টই মনোরঞ্জন করেছেন আমজনতার।
[আরও পড়ুন: ঝাড়খণ্ডে রাজনৈতিক ‘নাটক’ অব্যাহত, এবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিধায়করা]

Source: Sangbad Pratidin

Related News
রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
রাতভর ট্রাকে চেপে ঘুরলেন রাহুল গান্ধী! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের স্কুটারে ঘুরে বেড়িয়ে কর্ণাটকবাসীর নজর কেড়েছিলেন রাহুল গান্ধী। তবে তা শুধুই যে Read more

দ্রৌপদী নয়, বস্ত্রহরণ হয়েছিল সীতার! বিজেপির নিন্দা করতে গিয়ে বেফাঁস মন্তব্য রণদীপ সুরযেওয়ালা?
দ্রৌপদী নয়, বস্ত্রহরণ হয়েছিল সীতার! বিজেপির নিন্দা করতে গিয়ে বেফাঁস মন্তব্য রণদীপ সুরযেওয়ালা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”গণতন্ত্রের বস্ত্রহরণ করতে চাইছে বিজেপি। ঠিক যেমন সীতার হয়েছিল।” গেরুয়া শিবিরকে আক্রমণ করতে গিয়ে ভুল করে Read more

‘বিশ্বকাপ জিততে বাঁ হাতি দরকার’, টুর্নামেন্টের আগেই শাস্ত্রীর নীল নকশা
‘বিশ্বকাপ জিততে বাঁ হাতি দরকার’, টুর্নামেন্টের আগেই শাস্ত্রীর নীল নকশা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জিততে বাঁ হাতি ব্যাটসম্যানের দরকার। ক্রিকেট ইতিহাস তাই বলছে। ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রীও টুর্নামেন্ট Read more

স্ত্রীর সঙ্গে শেষ শুটিং! ‘ইস্মার্ট জোড়ি’র সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়
স্ত্রীর সঙ্গে শেষ শুটিং! ‘ইস্মার্ট জোড়ি’র সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেও শুটিং ফ্লোরে দেখা গিয়েছিল মানুষটাকে। হাসিমুখে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। আচমকা অসুস্থতা। তারপর সব শেষ। Read more

মন্দিরে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা বিরাট-অনুষ্কার, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা
মন্দিরে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা বিরাট-অনুষ্কার, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরু দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন বিরাট কোহলি ও Read more

বাইডেন জাপান ছাড়তেই পরপর ৩টি মিসাইল উৎক্ষেপণ কিমের কোরিয়ার
বাইডেন জাপান ছাড়তেই পরপর ৩টি মিসাইল উৎক্ষেপণ কিমের কোরিয়ার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ছাড়তেই একের পর এক তিনটি মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)। Read more