ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মঞ্চে মমতার পাশে সৌরভ, ‘ও আমার ছোট ভাই’, বললেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনেস্কোর (UNESCO) তরফে বিশেষ স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। বিশেষ সম্মান পাওয়া পরে ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্টকে নিজের ছোট ভাই বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর সময়ে কলকাতায় না থাকলে এই আবেগ বোঝা যাবে না, বললেন সৌরভ (Saurav Ganguly)।
বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে ইউনেস্কোর প্রতিনিধিদের তেরঙ্গা উত্তরীয় পরিয়ে দেন সৌরভ। শুধুমাত্র ইউনেস্কোর প্রতিনিধিই নয়, তেরঙ্গা উত্তরীয় পরিয়ে প্রিয় দিদিকেও বরণ করে নিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সেই সঙ্গে সোনালি রঙের দুর্গামূর্তিও তুলে দেন অতিথিদের হাতে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান সৌরভ। বক্তব্য রাখার সময়ে তিনি বলেন, “আমাদের কাছে দুর্গাপুজো কতটা গুরুত্বপূর্ণ, সেটা বলে বোঝানো যাবে না। আমি পৃথিবীর নানা দেশে ঘুরেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, সকলেরই দুর্গাপুজো দেখা উচিত।”
[আরও পড়ুন: ১১১ বছরের ইতিহাসে প্রথম! ইউনেসকোর স্বীকৃতি মিলতেই হাই কোর্ট চত্বরে দুর্গাপুজোর আয়োজন]
সৌরভ আরও বলেছেন, “উৎসবের ওই পাঁচ-সাতদিনে কলকাতার রূপ একেবারে বদলে যায়। মা দুর্গা সকলের মুখেই হাসি ফোটান। শুধুমাত্র উদযাপন করাই নয়, ধনী-গরিব নির্বিশেষে সকলের মনে আনন্দ নিয়ে আসে দুর্গাপুজো। তাই ইউনেস্কোকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই, দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য।” ক্রীড়াজগতের প্রতিনিধি হিসাবে সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাবের প্রতিনিধিরা। ইউনেস্কোর অতিথিদের হাতে বিশেষ উপহারও তুলে দেন সকলে।
মোহনবাগানের তরফ থেকে ইউনেস্কোর প্রতিনিধিদের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে পালতোলা নৌকার একটি পেন্টিংও উপহার দেওয়া হয় তাঁদের। ইস্টবেঙ্গল ক্লাব উপহার হিসাবে ডাকের সাজের দুর্গামূর্তি দেওয়া হয় ইউনেস্কোর প্রতিনিধিদের। ফাইবারের দুর্গামূর্তি দিয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মান জানান মহমেডান ক্লাব কর্তারা।
রেড রোডের অনুষ্ঠানে সবশেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, “সৌরভ আমার ছোট ভাইয়ের মতো। আমি ওকে খুবই ভালবাসি, স্নেহ করি। আজকে ও যে সময় করে আসতে পেরেছে। খুব ভাল করে কথাও বলেছে। সেই জন্য ওকে ধন্যবাদ জানাই।” অনুষ্ঠানের মধ্যেও নানা সময়ে মঞ্চে হাসিমুখে দেখা গিয়েছে মমতা এবং সৌরভকে।
[আরও পড়ুন: ফের অধিনায়ক হিসাবে দেখা যাবে শচীনকে, কবে মাঠে ফিরবেন মাস্টার ব্লাস্টার? ]

Source: Sangbad Pratidin

Related News
আমেরিকায় 5G চালু হলে বিপর্যস্ত হতে পারে বিমান পরিষেবা! হুঁশিয়ারি উড়ান সংস্থাগুলির
আমেরিকায় 5G চালু হলে বিপর্যস্ত হতে পারে বিমান পরিষেবা! হুঁশিয়ারি উড়ান সংস্থাগুলির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে আমেরিকায় (US) শুরু হচ্ছে 5G সি ব্যান্ড পরিষেবা। কিন্তু ইতিমধ্যেই মার্কিন যাত্রীবাহী ও কার্গো Read more

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বিয়েবাড়িতে কুয়োয় পড়ে মৃত কমপক্ষে ১৩ মহিলা
উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বিয়েবাড়িতে কুয়োয় পড়ে মৃত কমপক্ষে ১৩ মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। কুশিনগরের একটি বিয়েবাড়িতে কুয়োয় পড়ে মৃত্য কমপক্ষে ১৩ জন মহিলার। আহত Read more

রোদে পুড়ে জেল্লা হারাচ্ছে ত্বক? এবার ঘরোয়া সানস্ক্রিনেই দূর করুন সমস্যা
রোদে পুড়ে জেল্লা হারাচ্ছে ত্বক? এবার ঘরোয়া সানস্ক্রিনেই দূর করুন সমস্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোদে বের হলেই ত্বকে কালো ছোপ, পুড়ে যাচ্ছে মুখের চামড়া। ফলাফল অল্প বয়সেই মুখে বলিরেখা। রোদ Read more

মেধাবী ছাত্রী থেকে বিজেপির বিতর্কিত নেত্রী, চর্চায় কেজরির কাছে পরাজিত নূপুর শর্মা
মেধাবী ছাত্রী থেকে বিজেপির বিতর্কিত নেত্রী, চর্চায় কেজরির কাছে পরাজিত নূপুর শর্মা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জের। বিজেপির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নূপুর শর্মাকে Read more

ফেসবুক পোস্টে ‘খয়রাতি’ নিয়ে কটাক্ষ সিদ্দারামাইয়াকে, কর্ণাটকে সাসপেন্ড স্কুল শিক্ষক
ফেসবুক পোস্টে ‘খয়রাতি’ নিয়ে কটাক্ষ সিদ্দারামাইয়াকে, কর্ণাটকে সাসপেন্ড স্কুল শিক্ষক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) ভোটের আগে দলের ইস্তেহারে একাধিক ‘খয়রাতি’ প্রকল্প ঘোষণা করেছিল কংগ্রেস (Congress)। সেই প্রসঙ্গ তুলে Read more

‘খুনের হুমকি নিয়ে ভাবি না, মরতে একদিন তো হবেই’, আমেরিকা সফরে বললেন রাহুল
‘খুনের হুমকি নিয়ে ভাবি না, মরতে একদিন তো হবেই’, আমেরিকা সফরে বললেন রাহুল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ভারত জোড়ো যাত্রার সময় খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে আমেরিকায় বসে কংগ্রেস Read more