সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডের (Durand Cup) রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। আগামী ৭ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল (East Bengal) বনাম কেরালা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। খেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এবারের লিগ চলবে পাঁচ মাস ধরে। মরশুমের প্রথম ডার্বি ২৯ অক্টোবর। দ্বিতীয় ডার্বি ২৫ ফেব্রুয়ারি।
দর্শকদের কথা ভেবে এবারের ক্রীড়াসূচিতে বেশ কিছু বদল এনেছে আইএসএল কর্তৃপক্ষ। আগের বছরগুলির মতো এবছর আর প্রত্যেকদিন খেলা হবে না। দর্শক টানতে মূলত সপ্তাহান্তে ম্যাচগুলির আয়োজন করাতে চাইছে এফএসডিএল (FSDL)। গত দু’তিন মরশুমে আইএসএলের জনপ্রিয়তা তলানিতে নেমেছে। টেলিভিশনের দর্শকসংখ্যাও কমেছে তাৎপর্যপূর্ণভাবে। সেসব ভেবেই এবছর সোম থেকে বুধবার কোনও ম্যাচের আয়োজন করা হচ্ছে না। আইএসএলের ম্যাচগুলির আয়োজন করা হবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত। বেশিরভাগ খেলাই হবে শনি ও রবিবার।
[আরও পড়ুন: কিং ইজ ব্যাক! হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান বিরাটের ব্যাটে, দুর্দান্ত ইনিংস সূর্যকুমার যাদবের]
সূচি ঘোষণার পাশাপাশি বদলে যাচ্ছে আইএসএলের প্লে-অফের ফরম্যাট বদলের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এবছর আর সরাসরি সেমিফাইনাল খেলা হবে না। প্রথম ছ’টি দল খেলবে প্লে-অফে। লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা দল প্রথমে খেলবে ষষ্ঠ স্থানে থাকা দলের বিরুদ্ধে। জয়ী দল সেমিফাইনালে খেলবে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। অন্যদিকে লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা দল প্রথমে খেলবে পঞ্চম স্থানের দলের বিরুদ্ধে। সেই ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে দুই পর্বে।
[আরও পড়ুন: প্রাপ্তি বিরাট-সূর্যর অনবদ্য ইনিংস, হংকংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত]
ইস্টবেঙ্গলের সূচি:
৭ অক্টোবর ২০২২: কেরালা বনাম ইস্টবেঙ্গল
১২ অক্টোবর ২০২২: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
২০ অক্টোবর ২০২২: নর্থইস্ট বনাম ইস্টবেঙ্গল
২৯ অক্টোবর ২০২২: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
৪ নভেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি
১১ নভেম্বর ২০২২: বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল
১৮ নভেম্বর ২০২২: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল
২৭ নভেম্বর ২০২২: জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল
৯ ডিসেম্বর ২০২২: হায়দরাবাদ বনাম ইস্টবেঙ্গল
১৬ ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি
৩০ ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু
৭ জানুয়ারি ২০২৩: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল
১৩ জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম জামেশেদপুর
২০ জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ
২৬ জানুয়ারি ২০২৩: এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল
৩ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম কেরালা
৮ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩: চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
১৯ ফেব্রুয়ারি ২০২৩: মুম্বই সিটি বনাম ইস্টবেঙ্গল
২৫ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
মোহনবাগানের সূচি:
১০ অক্টোবর ২০২২: মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি
১৬ অক্টোবর ২০২২: কেরালা বনাম মোহনবাগান
২৯ অক্টোবর ২০২২: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
৬ নভেম্বর ২০২২: মুম্বই সিটি বনাম মোহনবাগান
১০ নভেম্বর ২০২২: মোহনবাগান বনাম নর্থইস্ট
২০ নভেম্বর ২০২২: এফসি গোয়া বনাম মোহনবাগান
২৬ নভেম্বর ২০২২: মোহনবাগান বনাম হায়দরাবাদ
৩ ডিসেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান
৮ ডিসেম্বর ২০২২: মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
১৫ ডিসেম্বর ২০২২: ওড়িশা বনাম মোহনবাগান
২৪ ডিসেম্বর ২০২২: নর্থইস্ট বনাম মোহনবাগান
২৮ ডিসেম্বর ২০২২: মোহনবাগান বনাম এফসি গোয়া
১৪ জানুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম মুম্বই
২১ জানুয়ারি ২০২৩: চেন্নাইয়িন বনাম মোহনবাগান
২৮ জানুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম ওড়িশা
৫ ফেব্রুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম বেঙ্গালুরু
৯ ফেব্রুয়ারি ২০২৩: জামেশদপুর বনাম মোহনবাগান
১৪ ফেব্রুয়ারি ২০২৩: হায়দরাবাদ বনাম মোহনবাগান
১৮ ফেব্রুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম কেরালা
২৫ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
Source: Sangbad Pratidin