গোষ্ঠী কোন্দলে ব্যস্ত নেতারা, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণবার্ষিকী ভুলেই গেল কংগ্রেস

বুদ্ধদেব সেনগুপ্ত: দু’বছরের মধ্যে প্রয়াত ‘চাণক্য’কে ভুলেই গেল কংগ্রেস! একটা সময় যিনি বহু সংকট থেকে কংগ্রেসকে মুক্ত করেছেন সেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee) স্মরণ করল না শতাব্দীপ্রাচীন দল। বুধবার ছিল প্রণববাবুর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী। না দিল্লির এআইসিসি (AICC) সদর দপ্তর ২৪ আকবর রোড, না কলকাতার বিধান ভবন। কোথাও প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করল না কংগ্রেস। কেন প্রণব স্মরণ থেকে দল বিরত থাকল তা নিয়ে মুখ খুলতে চাননি দলের কোনও নেতা।
২০২০ সালের ৩১ আগস্ট। প্রয়াত হন কংগ্রেসের চাণক্য বলে পরিচিত প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। করোনা (Corona) পরিস্থিতিতে প্রয়াত হওয়ায় সেই সময় বা পরের বছর কোনও স্মরণ অনুষ্ঠান করতে পারেনি কংগ্রেস। কিন্তু এবারও ব্রাত্যই থেকে গেলেন তিনি। তাঁকে ভুলেই গেল দল। একটা মালাও জুটল না। শুধু দিল্লির দপ্তরে নয়। বঙ্গ কংগ্রেসের নেতারাও মনে রাখননি বুধবারের দিনটিকে। প্রদেশ দপ্তর বিধান ভবনেও কোনও স্মরণ অনুষ্ঠান হয়নি। শুধু গুটিকয়েক নেতা সোশ্যাল মিডিয়ায় প্রণববাবুকে স্মরণ করে কাজ সেরেছেন।
[আরও পড়ুন: ‘পেপারওয়েট নিয়ে এজলাসে যাই না’, ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোঁচা অরুণাভর]
আর এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে কংগ্রেসের কেমন ছন্নছাড়া অবস্থা। বর্তমানে চিকিৎসার জন‌্য বিদেশে রয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর সঙ্গে রয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কাও। এদিকে, দলের আসন্ন সভাপতি নির্বাচন ঘিরে দলের দুই গোষ্ঠী ব‌্যস্ত রয়েছে দ্বন্দ্ব নিয়েই। বুধবার সকালে প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukheree) সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট করেন। তারপরও চোখ খোলেনি আকবর রোডের। এদিন দিনভর কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইস্যুতে লেখালিখি হলেও প্রণববাবুকে নিয়ে কোনও পোস্ট করতে দেখা যায়নি দিল্লির কোনও ছোট-বড় নেতাকে।
[আরও পড়ুন: পুজোয় মাঝরাত পর্যন্ত মেট্রো, ভিড় সামলাতে সেপ্টেম্বরের শনি-রবিবার বাড়তি পরিষেবা]
আসলে এআইসিসির নেতারা বর্তমান পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। সভাপতি নির্বাচন নিয়েই ব্যস্ত। তাই প্রণব মুখোপাধ্যায়ের কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল।

Source: Sangbad Pratidin

Related News
যেন ইতিহাসের খনি, পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে সিন্ধু সভ্যতার বিরল নিদর্শন
যেন ইতিহাসের খনি, পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে সিন্ধু সভ্যতার বিরল নিদর্শন

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম যেন ইতিহাসের খনি। এখানে এসে পৌঁছল সিন্ধু সভ্যতার বিরল কিছু নিদর্শন। পুরুলিয়ার (Purulia) বিশ্ববিদ্যালয়ের Read more

নিষ্ঠা তোমার রক্তে
নিষ্ঠা তোমার রক্তে

২০০০ সালের শেষ থেকে মৃত্যুদিন পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে থেকেছি। আমার জন্মদাত্রী মা বলতেন, ‘শাঁওলী-ই তোকে তৈরি করেছে, বাঁচিয়ে রেখেছে।’ Read more

ধানবাদ-গয়া শাখায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার মাওবাদী পোস্টার
ধানবাদ-গয়া শাখায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার মাওবাদী পোস্টার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধানবাদ-গয়া শাখায় রেললাইনে বিস্ফোরণ। গিরিডির কাছে চিচাকি এবং চৌধুরীবাঁধ স্টেশনের মাঝে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে কিছুটা Read more

‘একটা চুলও ছুঁতে পারবে না’, চ্যালেঞ্জ ছুড়ে এথিক্স কমিটিতে হাজিরার ঘোষণা মহুয়ার
‘একটা চুলও ছুঁতে পারবে না’, চ্যালেঞ্জ ছুড়ে এথিক্স কমিটিতে হাজিরার ঘোষণা মহুয়ার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন ইসুতে ফের বিস্ফোরক মহুয়া মৈত্র (Mahua Moitra)। তৃণমূল সাংসদের দাবি, তাঁর বিরুদ্ধে আনা Read more

উৎক্ষেপণের পরেই ধাক্কা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাস্কের তৈরি প্রথম মহাকাশযান
উৎক্ষেপণের পরেই ধাক্কা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাস্কের তৈরি প্রথম মহাকাশযান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তির সংস্থায় তৈরি বিশ্বের বৃহত্তম মহাকাশযান। কিন্তু উৎক্ষেপণের পর মাত্র কয়েক মিনিট টিকল সেই Read more

‘সুনীল সেই হীরে, যার বিকল্প হয় না’, একান্ত সাক্ষাৎকারে ভারতীয় কোচ স্টিমাচ
‘সুনীল সেই হীরে, যার বিকল্প হয় না’, একান্ত সাক্ষাৎকারে ভারতীয় কোচ স্টিমাচ

দুলাল দে: সাফল্যের চূড়োয় আছেন। একটাও গোল না খেয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপে (Inter Continental Cup) চ্যাম্পিয়ন। সাফেও প্রথম ম্যাচেই পাকিস্তানকে Read more