দুর্গাপুজো শিখতে গুজরাত থেকে কলকাতায় পুরোহিতরা, শোভাবাজার রাজবাড়িতে চলছে ক্লাস

অভিরূপ দাস: দুর্গাপুজোর পদ্ধতি শিখতে গুজরাত থেকে কলকাতায়। রীতিমতো ১৭৮৮ কিলোমিটার উজিয়ে আসছেন পূজারী ব্রাহ্মণরা। মেল ট্রেনের গতিতে উল্টোপাল্টা মন্ত্র নয়। গোটা গোটা অক্ষরে ধীরে ধীরে বলতে হবে। নমঃ মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনি। যাতে দশভুজার সামনে উপস্থিত সক্কলে বুঝতে পারেন। গত শনিবার থেকে শোভাবাজার রাজবাড়ির দশভুজার দালানে শুরু হয়েছে দুর্গাপুজোর ক্লাস। দশ দিনের কোর্সে পুরোহিতদের শেখানো হবে দুর্গাপুজো পদ্ধতির বিশুদ্ধ আচার ব‌্যবহার।
কী কী থাকবে পুজোর পাঠ‌্যক্রমে?
পুজো করতে বসে বিড়ি টানেন অনেক পুরোহিত। চায়ের কাপে চুমুক দেন। সর্বভারতীয় প্রাচ‌্য বিদ‌্যা আকাদেমির পক্ষ থেকে জয়ন্ত কুশারী জানিয়েছেন, পুজোর আসনে বসে চা-কফি, নস্যি, খৈনি কোনওরকম নেশার জিনিস ব‌্যবহার করা শাস্ত্রবিরোধী। একশো পুরোহিত অংশ নিচ্ছেন এই দুর্গাপুজো কোচিংয়ে। গুজরাত ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র পড়শি বাংলাদেশ থেকেও আসছেন পুরোহিতরা। কেন গুজরাত থেকে বাংলায়? শাস্ত্রজ্ঞরা বলছেন, যেনতেন প্রকারে পুজো সারেন অনেকেই। স্রেফ পৈতে থাকলেই সংস্কৃত বোঝা যায় না। ফলে মন্ত্রের সিংহভাগ অর্থ না বুঝে পুজো করেন ভিনরাজ্যের ব্রাহ্মণরা।
[আরও পড়ুন: বৈদিক ভিলেজের প্রশিক্ষণ শিবিরে গরহাজির ৩ কেন্দ্রীয় মন্ত্রী, জবাব তলব বঙ্গ বিজেপির]
অভিনব এই দুর্গা কোচিংয়ে থাকবেন পুষ্টিবিশারদরা। পুজোর চারদিন পুরোহিতের ডায়েট বেঁধে দেবেন তাঁরা। শাস্ত্রমতে যিনি পুজো করবেন, দুর্গাপুজোর চারদিন কোনওরকম উত্তেজক খাবার খেতে পারবেন না। সর্বভারতীয় প্রাচ‌্য আকাদেমির অধ‌্যক্ষ জয়ন্ত কুশারীর কথায়, ডিম, মাছ, মাংস কিংবা উত্তেজক পানীয় থেকে দূরে থাকতে হবে পুরোহিতদের। সাত্ত্বিক আহারেই থাকতে হবে সপ্তমী থেকে দশমী। দশদিনের কোচিং শেষে হবে পরীক্ষা। পাস করলে মিলবে সার্টিফিকেট। পঞ্চাশের মধ্যে ত্রিশ পেতেই হবে টিকিধারীদের। পুজো করলেও, দুর্গা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে অজ্ঞ অনেকেই। প্রশ্নের উত্তর দিতে আমতা আমতা করেন। দুর্গা সাহিত‌্য নিয়ে আলোচনা হবে শোভাবাজার রাজবাড়ির ক্লাসে। চণ্ডীপাঠের অ আ ক খ শেখানো হবে গুজরাত, উত্তরপ্রদেশের পুরোহিতদের।
শনিবার এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের স্বাস্থ‌্য এবং পরিবার কল‌্যাণ দফতরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্য়োপাধ্যায়। থাকবেন স্বামীজির পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ, স্কটিশচার্চ কলেজের ফিজিক্সের অধ‌্যাপক শতদল ভট্টাচার্য‌, সংস্কৃত বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ‌্যায়। একশো পুরোহিত অংশ নিচ্ছেন। করোনা পুরোপুরি বিদায় নেয়নি। পুজো করাকালীন শারীরিক দূরত্ব বজায় রাখার পাঠও দেওয়া হবে ব্রাহ্মণদের।
[আরও পড়ুন: বেসরকারি হাসপাতালের বেনিয়ম রুখতে নয়া পদক্ষেপ, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারে বড় বদল]
 

Source: Sangbad Pratidin

Related News
Rampurhat Incident: কতর্ব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড রামপুরহাটের গোয়েন্দা কর্মী ও ১২ সিভিক ভলান্টিয়ার
Rampurhat Incident: কতর্ব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড রামপুরহাটের গোয়েন্দা কর্মী ও ১২ সিভিক ভলান্টিয়ার

নন্দন দত্ত, সিউড়ি: রামপুরহাট কাণ্ডে (Rampurhat Incident) এবার শাস্তির মুখে ১২ জন সিভিক ভলান্টিয়ার ও এক গোয়েন্দা প্রধান। কর্তব্যে গাফিলতির Read more

ঠাকুরদার মৃত্যুর পর ঠাকুমার সঙ্গে প্রেম, ৫০ বছরের মহিলাকে বিয়ে করল কিশোর!
ঠাকুরদার মৃত্যুর পর ঠাকুমার সঙ্গে প্রেম, ৫০ বছরের মহিলাকে বিয়ে করল কিশোর!

সুকুমার সরকার, ঢাকা: প্রেমে পড়লে যে কোনও বাধাই তো আর বাধা নয়। সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন বাংলাদেশের (Bangladesh) এক Read more

বিবস্ত্র করে হস্টেলে ‘ব়্যাগিং’, যাদবপুর কাণ্ডে পকসো আইনে মামলা কলকাতা পুলিশের
বিবস্ত্র করে হস্টেলে ‘ব়্যাগিং’, যাদবপুর কাণ্ডে পকসো আইনে মামলা কলকাতা পুলিশের

অর্ণব আইচ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর কিনারায় আরও তৎপর প্রশাসন। এবার এই ঘটনার তদন্তে হোমিসাইড শাখা। গঠন করা হয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেটিং Read more

বারবার কেন বিপত্তি হচ্ছে? মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব হাই কোর্টের
বারবার কেন বিপত্তি হচ্ছে? মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব হাই কোর্টের

গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী দু’ Read more

সুদান গৃহযুদ্ধ: কর্মীশূন্য ভারতীয় দূতাবাস, গুতেরেসের সঙ্গে জরুরি বৈঠক জয়শংকরের
সুদান গৃহযুদ্ধ: কর্মীশূন্য ভারতীয় দূতাবাস, গুতেরেসের সঙ্গে জরুরি বৈঠক জয়শংকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদানের (Sudan) ভয়াবহ গৃহযুদ্ধে বিপাকে পড়েছেন সেদেশে থাকা ভারতীয়রা। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের (Antonio Read more

Anubrata Mandal: ‘আবার বাড়ি!’, কেন অনুব্রতকে একথা বললেন আসানসোল সিবিআই আদালতের বিচারক?
Anubrata Mandal: ‘আবার বাড়ি!’, কেন অনুব্রতকে একথা বললেন আসানসোল সিবিআই আদালতের বিচারক?

শেখর চন্দ্র, আসানসোল: অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের শেষদিন ছিল বুধবারই। আইনি হিসেবনিকেশ অনুযায়ী ১৪ দিন পর আর তৃণমূল নেতাকে গরু Read more