জনপ্রিয়তায় তিনিই শীর্ষে, সব রাষ্ট্রনেতাদের পিছনে ফেললেন মোদি, দাবি মার্কিন সমীক্ষায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাজের প্রতি সমর্থনের নিরিখে বিশ্বের এক নম্বর স্থানটিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন এক সংস্থার করা সমীক্ষার ফলে দেখা গিয়েছে বিশ্বের ২২ জন প্রথমসারির রাষ্ট্রনেতার মধ্যে ৭৫ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়ে এক নম্বর জায়গাটি রয়েছে নমোর দখলে।
‘মর্নিং কনসাল্ট সার্ভে’-র সমীক্ষায় বলা হয়েছে, মোদির (Narendra Modi) ঠিক পিছনেই রয়েছেন মেক্সিকোর আন্দ্রে লোপেজ, যিনি পেয়েছেন ৬৩ শতাংশ নম্বর। এবং তাঁর পিছনে আছেন যথাক্রমে ইটালির মারিও দ্রাঘি এবং জাপানের ফুমিও কিশিদা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার জাস্টিন ট্রুডো রয়েছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। তাঁদের দু’জনেরই প্রাপ‌্য নম্বর হচ্ছে যথাক্রমে ৪১ ও ৩৯ শতাংশ। তালিকার সবচেয়ে শেষের নামটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। সম্প্রতি ‘পার্টি গেট’ কেলেঙ্কারিতে দেশে ও বিদেশে বেশ কিছুটা কোণঠাসা বরিস পেয়েছেন মাত্র ২৫ শতাংশ।
[আরও পড়ুন: সীমান্তে ভারতীয় সেনার গুলিতে নিকেশ তিন পাক জঙ্গি, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও]
উল্লেখ্য, ২০২০ সালে মোদির অ‌্যাপ্রুভাল রেটিং অর্থাৎ তাঁর কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। গত বছর তা অনেকটাই কমে যায়। দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের সময় তা নেমে আসে ৬৩ শতাংশে। এবার ৭৫ শতাংশ সমর্থন পেয়ে ফের ২০২২ সালে শীর্ষস্থানে পৌঁছেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বাইডেনের পাওয়া ৪৩ শতাংশ নম্বর তাঁর কাজের প্রতি সমর্থন তলানিতে এসে ঠেকার প্রমাণ দিচ্ছে। গত বছর দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই করা একই সমীক্ষায় যেখানে তিনি ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন, সেখানে গত বছরই কোভিডে দেশে মৃত্যুর সংখ‌্যা বাড়তে থাকায় কমতে থাকে তাঁর জনপ্রিয়তা।
প্রতিটি দেশেই শিক্ষা, বয়স, ধর্ম, অঞ্চল ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে মার্কিন সংস্থার তত্ত্বাবধানে। তবে গণ‌্য করা হয়েছে প্রতিটি দেশেরই নিদেনপক্ষে সাক্ষর মানুষদের। এবং আমেরিকার ৪৫ হাজার ও অন‌্যান‌্য দেশের গড়ে পাঁচ হাজার মানুষের উপর র‌্যানডম করা হয়েছে এই সমীক্ষা, যেখানে শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: বড় স্বস্তি যোগীর, সাম্প্রদায়িক হিংসার সব মামলা থেকে রেহাই দিল সুপ্রিম কো]

Source: Sangbad Pratidin

Related News
Jitendra Tiwari: কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার CID’র নজরে জিতেন্দ্র তিওয়ারি, শুক্রবার ভবানী ভবনে তলব
Jitendra Tiwari: কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার CID’র নজরে জিতেন্দ্র তিওয়ারি, শুক্রবার ভবানী ভবনে তলব

অর্ণব আইচ: কয়লা পাচার কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে সিআইডি। পাচার মামলায় আরও তথ্যের খোঁজে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে Read more

প্রমাণের অভাব, কলকাতার বেসরকারি স্কুলে যৌন হেনস্তায় অভিযুক্তের বেকসুর খালাস
প্রমাণের অভাব, কলকাতার বেসরকারি স্কুলে যৌন হেনস্তায় অভিযুক্তের বেকসুর খালাস

গোবিন্দ রায়: উপযুক্ত প্রমাণের অভাব। চার বছর পর বেকসুর খালাস দক্ষিণ কলকাতার নামী ইংরাজি মাধ্যম স্কুলের অশিক্ষক কর্মচারী। সোমবার আলিপুর Read more

মাধ্যমিক পরীক্ষায় বসার ‘শাস্তি’, ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী
মাধ্যমিক পরীক্ষায় বসার ‘শাস্তি’, ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী

নন্দন দত্ত, সিউড়ি: স্বামীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসার নির্মম ‘শাস্তি’ ভোগ করতে হল এক ছাত্রীকে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার Read more

আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত, ঘোষিত দিনক্ষণ
আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত, ঘোষিত দিনক্ষণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা বাড়বাড়ন্তে ২০২০ সালে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। গত বছরও বাতিল হয়েছিল একাধিক ম্যাচ। আর তার Read more

ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণে কোটি কোটি টাকার দুর্নীতি! কী অভিযোগ রাহুল-সোনিয়াদের বিরুদ্ধে?
ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণে কোটি কোটি টাকার দুর্নীতি! কী অভিযোগ রাহুল-সোনিয়াদের বিরুদ্ধে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তির পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল ন্যাশনাল হেরাল্ড মামলা। যে মামলায় মূল Read more

নির্দেশ সত্ত্বেও সাপ্তাহিক রিপোর্ট পাঠানো হল না কেন? উপাচার্যদের ফের চিঠি রাজভবনের
নির্দেশ সত্ত্বেও সাপ্তাহিক রিপোর্ট পাঠানো হল না কেন? উপাচার্যদের ফের চিঠি রাজভবনের

দিপালী সেন: রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিলেন রাজপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তারপরও রিপোর্ট না Read more