অনুব্রতহীন বীরভূমে কোন পথে চলবে তৃণমূল? কৌশল ঠিক করতে বৈঠকে বসবেন অভিষেক

নন্দন দত্ত, সিউড়ি: সামনের দু’টি কর্মসূচি। তারপরেই কলকাতায় বীরভূম (Birbhum) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সিউড়িতে তৃণমূলের (TMC) মহকুমা বৈঠকের পর জানালেন জেলা নেতারা।
আগামী ২৪ আগস্ট বোলপুরে কেন্দ্রীয় নেতৃত্ব তথা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ করবে তৃণমূল। দ্বিতীয়ত, ২৫ আগস্ট থেকে তারাপীঠে কৌশিকী অমাবস্যা। জেলা নেতাদের দাবি, সম্ভবত আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই কলকাতায় অনুব্রত মণ্ডলহীন জেলা নেতৃত্বকে নিয়ে বসবেন রাজ্য তৃণমূল নেতারা। রবিবার সিউড়িতে জেলা তৃণমূল ভবনে সিউড়ি মহকুমার নেতৃত্বকে নিয়ে বৈঠক বসে। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরি, অভিজিৎ সিংহ, নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়-সহ নেতারা উপস্থিত ছিলেন।
[আরও পড়ুন: ব্যবসার অংশীদার অনুব্রতর ভাগ্নে? বোলপুরে শিব শম্ভু রাইস মিলে হানা সিবিআইয়ের]
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের পরে তিন মহকুমায় অনুব্রতহীন বৈঠক হল। তবে রামপুরহাটের বৈঠকে অনুব্রতকে নিয়ে যে আবেগ ছিল, সিউড়িতে তা কাটিয়ে উঠেছে দল। সিউড়িতে প্রতি সপ্তাহে এসে ভবনের দোতলায় যে চেয়ারে বসতেন অনুব্রত, এদিনের বৈঠকে সে চেয়ার আনা হয়নি। বরং দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “বিজেপি বা আপ দলের এই পরিস্থিতিতে যে সুবিধা করার চেষ্টা চালাচ্ছে, চক্রান্ত করছে, তা রাজনৈতিক ভাবেই তৃণমূল প্রতিরোধ করবে।”
তিনি আরও জানান, আগামী ২৪ আগস্ট বোলপুরে দুপুরে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল। মূল‌্যবৃদ্ধি-সহ জনবিরোধী নীতি নিয়ে কমপক্ষে ৫০ হাজার কর্মীর মিছিল হবে। উল্লেখ্য, গত সপ্তাহে বোলপুরে বিজেপি মিছিল করে। তার পালটা হিসাবে এবার জেলা তৃণমূল মিছিলের ডাক দিল।
[আরও পড়ুন: ‘ইডিই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি’, সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করে নিজের বক্তব্যে অনড় দিলীপ]
অনুব্রতর গ্রেপ্তারির পর আরও একবার বৈঠকে বসেছিল বীরভূম জেলা নেতৃত্ব। সেই বৈঠকে অনুব্রতর চেয়ার আনা হয়েছিল। ফাঁকা রাখা হয়েছিল চেয়ারটি। তবে রবিবারের বৈঠকে সেই চেয়ার আনা হয়নি। 

Source: Sangbad Pratidin

Related News
ব্যোমকেশ নিয়ে যুদ্ধ! দেবের প্রি-টিজারের পরই প্রকাশ্যে সৃজিতের ‘দুর্গ রহস্য’র পোস্টার
ব্যোমকেশ নিয়ে যুদ্ধ! দেবের প্রি-টিজারের পরই প্রকাশ্যে সৃজিতের ‘দুর্গ রহস্য’র পোস্টার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ব্যোমকেশ নিয়ে যত কাণ্ড। একদিকে সিনেমা, অন্যদিকে সিরিজ। শনিবারই ‘ব্যোমেকশ ও দুর্গ রহস্য’র প্রি-টিজার প্রকাশ Read more

Delhi Fire: ‘অসুস্থতাই আমার প্রাণ বাঁচাল, কিন্তু বোনের ননদ এখনও নিখোঁজ,’ দিল্লি অগ্নিকাণ্ডে দিশেহারা পুনম
Delhi Fire: ‘অসুস্থতাই আমার প্রাণ বাঁচাল, কিন্তু বোনের ননদ এখনও নিখোঁজ,’ দিল্লি অগ্নিকাণ্ডে দিশেহারা পুনম

নন্দিতা রায়, নয়াদিল্লি: কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। শরীর খারাপের জন্য শুক্রবার আর কাজে যেতে পারেননি। কোম্পানির থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন Read more

বাড়িতে এই ছবি রাখলেই ঘনিয়ে আসে মৃত্যু! অভিশপ্ত কান্নার আড়ালে লুকিয়ে কোন রহস্য?
বাড়িতে এই ছবি রাখলেই ঘনিয়ে আসে মৃত্যু! অভিশপ্ত কান্নার আড়ালে লুকিয়ে কোন রহস্য?

বিশ্বদীপ দে: অভিশপ্ত। শব্দটি উচ্চারিত হলেই যে ছায়াচ্ছন্ন আতঙ্ক ঘিরে ধরে তার পিছনে থেকে যায় বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল। কখনও শোনা যায়, Read more

সুশান্তকে ছেঁটে ফেললেন! নতুন ভিডিও পোস্ট করে ভয়ংকর আক্রমণের মুখে অঙ্কিতা
সুশান্তকে ছেঁটে ফেললেন! নতুন ভিডিও পোস্ট করে ভয়ংকর আক্রমণের মুখে অঙ্কিতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রিস্তা মানেই সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের প্রেম। শুধু টিভির পর্দায় নয়, বরং বাস্তবেও Read more

Singer KK: ‘চক্রান্ত করে কেকে’কে মেরে ফেলা হয়েছে’, বিস্ফোরক দিলীপ, পালটা দিল তৃণমূল
Singer KK: ‘চক্রান্ত করে কেকে’কে মেরে ফেলা হয়েছে’, বিস্ফোরক দিলীপ, পালটা দিল তৃণমূল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত শিল্পী কেকে’র (Singer KK) মৃত্যুতেও লাগল রাজনীতির রং। হৃদরোগেই যে মৃত্যু হয়েছে কেকে’র, তা মানতে Read more

উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহজে লগ্নি, সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI Multiselect
উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহজে লগ্নি, সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI Multiselect

যেমন বেছে নেওয়া যাবে বিভিন্ন ধরনের অ‌্যাসেট ক্লাস, তেমনই নজর রাখা যাবে ডাইভারসিফিকেশনের দিকেও। এই সুযোগ এনে দিচ্ছে এসবিআই মাল্টিসিলেক্ট। Read more